
ডেস্ক: নতুন বিতর্কে জড়ালেন সালমান খান। ‘নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হতো’ দাবাং খানের এমন মন্তব্যের কারণেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।
আসন্ন ‘সুলতান’ চলচ্চিত্রে একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। পরিচালক আব্বাস জাফরের এই ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়েই ওই মন্তব্য করেন নায়ক।
ভারতীয় গণমাধ্যম ‘স্পটবয়’ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘সুলতানের শ্যুটিংয়ে শট দেওয়ার পর আমি যখন বক্সিং রিং থেকে নেমে আসতাম নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হতো। আমি সোজা হয়ে হাঁটতেও পারতাম না।’ আর এতেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক। এমনকি সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতেও সমালোচনার ঝড় উঠে।
যদিও ওই মন্তব্যের কয়েক মুহূর্ত পরেই সালমান বলেন, ‘আমার মনে হয়, এ ভাবে বলাটা ঠিক নয়।’
এদিকে, এই বিতর্কিত মন্তব্যের জের ধরে সালমান খানকে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। আগামী সাত দিনের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম বলেন, ‘সালমানকে সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। আর আমরা তার কাছে আইনী নোটিশ পাঠিয়েছি। যদি এর কোনো সন্তোষজনক উত্তর না দেয়া হয় তবে আমরা সমন জারির আবেদন করবো।’
তবে নায়কের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তার বাবা সেলিম খান। ‘সুলতান’ চলচ্চিত্রে সালমানের বিপরীতে অভিনয়ে করেছেন অনুশকা শর্মা। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে। সূত্র-ইন্ডিয়া টুডে
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ