
ডেস্ক : কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এই মামলায় রাজস্থানের স্থানীয় উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছিলেন ‘বজরঙ্গি ভাইজান’। গতকাল শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের তরফে এই নোটিশ জারি করা হয়। গত ১৯ অক্টোবর রাজস্থান সরকার ৫০ বছর বয়সী এ অভিনেতার খালাসের বিরুদ্ধে আপিল করে।
এর আগে গত ২৫ জুলাই এ মামলা থেকে সালমানকে অব্যাহতি দেয়া হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয়- সালমান খান যে হরিণ হত্যা করেছে তার কোনো প্রমাণ মেলেনি। এ জন্য তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সালমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়, সেসময় যোধপুরে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায়’র শুটিং চলাকালে তার লাইসেন্সকৃত গুলিতে দুটি হরিণ প্রাণ হারায়। তখন সালমানের বিরুদ্ধে সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগও দায়ের করা হয়। মামলাটির বিচারপ্রক্রিয়া শেষে ২০০৭ সালে সালমানকে এক বছর কারাদন্ড দেয়া হয়। সেসময় এক সপ্তাহ কারাভোগও করেন সালমান। পরে আবার রাজ্যের হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন তিনি।
সম্পাদনা: জাবেদ