
ঢাকা: পর্দায় সালমান খান যতোটা নায়ক, বাস্তব জীবনে একের পর এক বিতর্কের কারণে ঠিক ততোটাই ‘খলনায়ক’ তিনি। ২৫ বছরেরও বেশি সময়ের বলিউডি জীবনে ‘দাবাং’ খ্যাত এই অভিনেতা জন্ম দিয়েছেন মুখরোচক অসংখ্য বিতর্কের। সাম্প্রতিক সময়ে সালমান আবারও আলোচনায় এসেছেন এক মন্তব্যের জন্য।
নতুন সিনেমা ‘সুলতান’এর শুটিং অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নিজেকে ‘ধর্ষিতা নারী’র সঙ্গে তুলনা করে বিপাকে পড়েছেন এই সুপারস্টার। এই ঘটনায় একদিকে টুইটারে চলছে হ্যাশট্যাগ #ইনসেনসিটিভসালমান, অপরদিকে সালমানের বিরুদ্ধে মামলাও করে বসেছে ভারতের মহিলা পরিষদ।
দীর্ঘ ক্যারিয়ারে এমন আরও অনেক বিতর্কের জন্ম দিয়েছেন এই বলিউড সুপারস্টার। যেগুলোর মধ্যে আছেঃ
গাড়ি চাপা মামলা
২০০২ সালের সেপ্টেম্বরের এক দুপুর রাতে গাড়ি চালিয়ে ব্যান্ড্রার রাস্তায় দুর্ঘটনা ঘটান সালমান। তার গাড়ি চাপা পড়ে আহত হন চার জন মানুষ, মারা যান এক জন। এরা সবাই সেদিন রাস্তার পাশে ঘুমিয়ে ছিলেন। সালমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেদিন রাতে মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। তবে পুরো ১৩ বছর বিচার চলার পর ২০১৫ সালে উচ্চ আদালত সালমানকে বেকসুর খালাস দেয়।
হরিণ শিকার মামলা
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে যোধপুর গিয়ে বেআইনিভাবে হরিণ শিকার করেছিলেন সালমান। সেই মামলায় কিছুদিন কারাগারেও কাটাতে হয়েছে এই তারকাকে। আপাতত জামিনে মুক্ত আছেন তিনি, তবে মামলা এখনও চলছে।
ঐশ্বরিয়াকে লাঞ্ছনা
২০০২ সালে ‘কুছ না কাহো’ সিনেমার সেটে শুটিংরত ঐশ্বরিয়া রায়কে পুরো ইউনিটের সামনে লাঞ্ছিত করেন সালমান। তার সঙ্গে অ্যাশের প্রেমে ফাটল ধরে এরপরই। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেদিন মাতাল অবস্থায় সেটে এসে অ্যাশের সঙ্গে তুমুল ঝগড়া করেন এই অভিনেতা। এক পর্যায়ে প্রেমিকাকে ধাক্কা মেরে ফেলে দেন তিনি। তখন ইউনিটের লোকজন এসে তাকে থামান। এরপর নাকি অ্যাশের পার্ক করে রাখা গাড়িতে জোরে আঘাতও করেছিলেন।
বিবেক ওবেরয়কে হুমকি
২০০৩ সালে অ্যাশের সঙ্গে বিচ্ছেদের পরপরই, অভিনেতা বিবেক ওবেরয়কে হত্যার হুমকি দিয়ে বসেন সালমান। তার সঙ্গে বিচ্ছেদের পর বিবেকের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল অ্যাশের। যদিও অ্যাশ কখনও এই খবর স্বীকার করেননি। সে বছর বিবেক সংবাদ সম্মেলন ডেকে সবাইকে জানান, অ্যাশের সঙ্গে তার প্রেম হয়েছে দেখে রেগে গেছেন সালমান। তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন।
শাহরুখের সঙ্গে মারামারি
২০০৮ সালে ক্যাটের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে হাতাহাতি লেগে যায় সালমানের। এরপর প্রায় সাত বছর তাদের মুখ দেখাদেখি ছিল বন্ধ।
সালমানের বিরুদ্ধে ফতোয়া জারি
মুসলমান পরিবারে জন্ম নিয়েও হিন্দুদের গনেশ বিসর্জন উৎসব পালন করার কারণে ২০০৮ সালে সালমানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল ভারতের কয়েকটি ইসলামি সংগঠন।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস