সালমানের ‘সুলতান’ কৌতুকের মুখে

ডেস্কঃ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সুলতান’ পোস্টার। তারপরই সালমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কৌতুক। সালমান কৌতুকে ভাসছে ট্যুইটার। সেখানেই ভক্তদের হাজারো প্রশ্নের মুখে পড়েছে সুলতান।
‘সুলতান’ পোস্টার মুক্তির পর হাসির খোরাক হল ‘সালমান’।
কারও প্রশ্ন ‘তোমার ঘাড় কোথায় সালমান। কেউ বলেন ‘পোশাক কোথায়। আবার কেউবা সুলতানি সালমানের গায়ে পরিয়ে দিয়েছে মেয়েদের পোশাক। সুলতান ছবিতে সালমানের ফাস্ট লুকের পর থেকে ফ্যানদের মধ্যে উত্তেজনার রয়েছে তুঙ্গে। কিন্তু ‘সুলতান’ পোস্টার মুক্তির পর হাসির খোরাক হল ‘সালমান’।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/জাই