
শাহরিয়ার রনি, ঢাকা ;
জয়া আহসনের ঝুড়িতে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশের পাশাপাশি ভারতেও সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করছেন। সাম্প্রতি বলিউডের জননন্দিত অভিনেতা পংকজ ত্রিপাঠীর সাথে জয়ার একটি ছবি ভাইরাল হয়। একসাথে কাজ করছেন তারা। ২০২২ সালের আগে অব্দি কলকাতার ইন্ডাস্ট্রি পর্যন্ত আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীদের যে টুকটাক কাজ হত তার রূপরেখা পাল্টে গেছে এবছর। গুণী নির্মাতা বিশাল ভারদ্বাজের সাথে কাজ করছেন কেউ আবার কাউকে ইমেলে স্কিপ্ট পাঠিয়ে অপেক্ষা করছেন রাকেশ ওম প্রকাশ মেহেরা।

বিশাল বা রাকেশ ওমপ্রকাশ মেহেরার অধিকাংশ সিনেমার ক্ষেত্রে দেখা গেছে আন্তর্জাতিক বাজারের পরিমণ্ডল ঘুরে এসে ভারতে মুক্তি পায়। নায়ক বা নায়িকার কাছে অভিনয়ের ক্ষেত্রে পরিচালকদের দৃশ্যের প্রয়োজন অনুযায়ী ব্লোডনেসের প্রত্যাশা থাকে। সেভাব ধারাবাহিক ভাবে নিজেকে উপস্থাপন করেছেন নতুন নতুন ফটোশুটে।
আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ শুরুর পর থেকেই গড়পরতায় বাংলাদেশি নাটকের এভারেজ ইমেজে ভেঙ্গে দিয়েছেন জয়া।

এখন পৃথিবীর যে কোন প্রডাকশন এজেন্সি যদি জয়াকে খুঁজতে তার ফেসবুক প্রফাইল ঘুরে দেখে তারা এক নতুন জয়াকে আবিষ্কার করবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ আবেদনমী ছবি প্রকাশ করে নিজের, ৩৯ বছর বয়সেও দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রীর রূপের ছটা ঘুম কাড়ে শত ভক্তের।
ঢাকায় ‘ডুব সাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’; অন্যদিকে কলকাতায় ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘কণ্ঠ’, ‘রোববার’সহ একাধিক সিনেমা দিয়ে নিজেকে বারবার ছাড়িয়ে গেছেন জয়া আহসান।
অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘কড়ক সিং’ নামের সিনেমায়, তারকা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে হিন্দি সিনেমায় জুটি বাঁধলেন জয়া।
জয়া আহসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। জয়ার চলচ্চিত্রে অভিষেক ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।