
মুম্বা্ই: সুপারস্টার সালমান খানের নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। পরিচালক অনীল শর্মার ‘ভির’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন দুজন।
এরপর আর কোনো সুপারস্টারের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি তাকে। সর্বশেষ ‘হেট স্টোরি-৩’ চলচ্চিত্রে আবেদনময়ী চরিত্রে কাজ করেন তিনি। ছবিটিতে নিজেকে বেশ খোলামেলাই দর্শকদের সামনে উপস্থিত করেন জেরিন খান।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘যদি কোনো বড় তারকা সাহসী চরিত্রে অভিনয় করেন তাহলে সবাই এটি সহজভাবে নেয়। ‘ওয়াও’, ‘ওহ মাই গড’, ‘লুকিং সো হট’ এমন কিছুই তারা বলে ওই দৃশ্যগুলো দেখে। আর যদি কোনো ছোট তারকা এমন দৃশ্যতে কাজ করেন তাহলে তাদের আবর্জনা বলা হয়। লোকজন তার ইচ্ছেমতো কথা বলে।’
ওই চলচ্চিত্রের পর একটি মিউজিক ভিডিও’তে দেখা যায় জেরিন খানকে। আলী ফজলের বিপরীতে ‘দিল মাঙ্গা হ্যায় তুমসে’ গানের জন্য কাজ করেন জেরিন। কিশোর কুমারের ক্লাসিক গানের রিমিকে আবেদনময়ী দৃশ্যের কারণে সমালোচনার মুখে পড়েন দুজন।
অন্যদিকে বলিউডে পড়ে যাওয়া নায়িকা নেহা ধুপিয়া বলেন, বলিউডে একমাত্র রয়েছে শাহরুখ খান এবং যৌনতা বিক্রি। সূত্র: ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা: সাইফুল ইসলাম