Monday, October 3rd, 2016
সাহিত্যিক রতনতনু ঘোষ আর নেই
October 3rd, 2016 at 9:33 pm
সাহিত্যিক রতনতনু ঘোষ আর নেই

ঢাকা: বহুমাত্রিক লেখক ও শিক্ষক রতনতনু ঘোষ আর নেই। সোমবার বিকাল সাড়ে পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তেজগাঁও শমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে লেখালেখি করছেন।

রতনতনু ঘোষের জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৪ সালে মুন্সিগঞ্জে।কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস রচনার পাশাপাশি তিনি ‘যায়যায়দিন’ পত্রিকাসহ প্রথম সারির দৈনিকগুলোতে নিয়মিত কলাম লিখতেন।

সাহিত্য ছাড়াও তার লেখার বিষয়বস্তু ছিল রাজনীতি, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ। বাংলাদেশে যে ক’জন তরুণ লেখক মননঋদ্ধ রচনায় বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রতনতনু ঘোষ এদের মধ্যে অন্যতম ছিলেন।

লেখালেখির পাশাপাশি তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষকতা করছিলেন। মৌলিক রচনার পাশাপাশি তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ সম্পাদনা করেছেন। অনুবাদ, ভ্রমণ এবং শিশুতোষ রচনাও রয়েছে তার সৃষ্টিকর্মের মধ্যে। তবে প্রাবন্ধিক হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭২টি।

বহুমাত্রিক এই সাহিত্যিকের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে প্রবন্ধ- ‘অগ্রসর বাংলাদেশ’, ‘অপরাজেয় বাংলাদেশ’, ‘বাংলাদেশের সাহিত্য’, ‘নোবেলবিজয়ীদের কথা’, ‘বাংলাদেশের রাজনীতি প্রত্যাশা ও বাস্তবতা’, ‘ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’, ‘বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতি’ ইত্যাদি। তার সম্পাদিত ‘উত্তরাধুনিকতা’ গ্রন্থটি সাহিত্যিক মহলে সর্বাধিক নন্দিত।

প্রতিনিধি, সম্পাদনা: ময়ূখ, সম্পাদনা: জাহিদুল ইসলাম


সর্বশেষ

আরও খবর

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন


মুক্তিযুদ্ধে যোগদান

মুক্তিযুদ্ধে যোগদান


স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন

স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন