
ঢাকা: প্রথমবারের মতো জুটি বাঁধলেন নায়ক সাইমন সাদিক এবং নায়িকা বিপাশা কবির। সরোয়ার হোসেন পরিচালিত ‘খাস জমিন’ ছবিতে জুটি বেঁধে কাজ করছেন হালের এই দুই অভিনেতা ও অভিনেত্রী।
ইতোমধ্যে গাজীপুরে ছবির শুটিং শুরু হয়েছে। টানা শুটিং চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তারপর কিছু দৃশ্যের শুটিং ধারণ হবে কাপ্তাই। এ ছবির কাজ নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন সায়মন ও বিপাশা।
বিপাশার সঙ্গে কাজ করা প্রসঙ্গে এ নায়ক বলেন, ‘বিপাশা এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। কাজের প্রতি তার দায়বোধ মুগ্ধ করে। সহশিল্পী হিসেবেও দারুণ।
ছবিটি সম্পর্কে সাইমন জানান, ‘ছবিটির জন্য টানা শুটিং করছি। একবারেই ছবির নির্মাণ কাজ শেষ হবে। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে। ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’
এদিকে সায়মনের সাথে কাজ করা প্রসঙ্গে বিপাশা বলেন, ‘সাইমনের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেও সে আমার আগে থেকেই পরিচিত, বন্ধুর মতো। আমাদের জুটির রসায়ন সবাইকে মুগ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’
ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ এর প্রযোজনায় ও শেখ ডেভিডের চিত্রনাট্যে সাইমন-বিপাশা ছাড়াও ছবিতে অভিনয় করছেন রেকেবা, কাজী হায়াত প্রমুখ।
ভূমি দস্যুদের আধিপত্য ও গরীব ভূমিহীন মানুষদের বিদ্রোহের গল্প ফুটে উঠবে ছবিতে।
প্রতিবেদনঃ আসিফ আলম, সম্পাদনা: প্রণব