
ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগ।
গ্রেফতারকৃতরা হল- মোঃ সামছুল হক হাওলাদার (৪৫), মোঃ কামাল মৃধা (৩০) ও মোঃ আমির হোসেন ওরফে বাবু (২৮)। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি ওয়াকিটকি সেট, একজোড়া হাতকড়া ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
তিনি জানান, রোববার সন্ধ্যায় সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা (পূর্ব) বিভাগের অস্ত্র উদ্ধার টিম। গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: মাহতাব শফি