
ঢাকা: গুলিস্তানে পরিবহন শ্রমিকদের একটি কার্যালয় দখল নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর সায়েদাবাদ আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা মঙ্গলবার ভোর ৬টা থেকেই বাসের জন্য অপেক্ষা করছেন। বাস কখন চলবে, কেউ বলতে পারছেন না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালিসহ ওই অঞ্চলের যাত্রীরা।
এ ব্যাপারে মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলছে না। তবে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে।
গুলিস্তানে একটি কার্যালয় দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
সোমবার বেলা ১২টার দিকে বঙ্গভবনের পূর্ব দিকে ওই কার্যালয় দখল নিয়ে শ্রমিকদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর রাস্কার উপর বাস রেখে মেয়র হানিফ ফ্লাইওভার বন্দ করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। এতে হানিফ উড়াল সড়কে যান চলাচল প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে। এরপর বিকেলে ওয়ারি জোনের ডিসির মধ্যস্থতায় গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
এসআই আলমগীর হোসেন জানান, সোমবার পরিবহন শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার দিকে দূরপাল্লার কয়েকটি বাস ছেড়ে গেলেও মঙ্গলবার সকাল ৬টা থেকে কোনো বাস চলাচল করছে না। তবে বিআরটিসির কিছু বাস ওই রুটে চলাচল করছে।
এদিকে, ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকরা। তা না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান তারা।
বঙ্গভবনের পূর্ব দিকে শ্রমিক ইউনিয়নের ওই কার্যালয়টি আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। রোববার রাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন তা দখলে নিলে বিবাদ শুরু হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ