
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাল্যবিয়ে প্রতিরোধে আয়োজিত সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন। সিংগাইর উপজেলা প্রশাসন আয়োজিত এ সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. মো. ইমরান আলী, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. রঞ্জিত কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী জ্বিলকদ, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বোস্তরের নারী-পুরুষ এই সমাবেশে যোগ দেন। সমাবেশে বাল্য বিয়ের কুফল বিষয়ে বিস্তারিত আলোচনার পর বাল্য বিয়ে না করার শপথ নেন উপজেলাবাসী।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন