
টোকিও: জনগণের উদ্দেশ্যে দেয়া বিরল এক ভিডিও বক্তৃতায় সোমবার জাপানি সম্রাট আকিহিতো জানিয়েছেন, বয়সের কারণে পরিপূর্ণভাবে রাজকীয় দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হতে পারে বলে তিনি উদ্বিগ্ন। এই মন্তব্যের মাধ্যমে মূলত তিনি সিংহাসন ত্যাগের ইঙ্গিত দিচ্ছেন বলেই অনেকে ধারণা করছেন।
গত মাসে জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, কয়েক বছরের মধ্যেই সম্রাট আকিহিতো পদত্যাগ করতে পারেন। বিষয়টি আধুনিক জাপানের ইতিহাসে অভূতপূর্ব একটি ঘটনা।
জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের জানান, সম্রাটের বয়সের কথা বিবেচনা করা এবং তার দায়িত্বের কথা মাথায় রেখে এধরনের পরিস্থিতিতে কি ব্যবস্থা নেয়া যায় তা বিবেচনা করা প্রয়োজন।
জাপানি সম্রাটের কোন রাজনৈতিক ক্ষমতা নেই। তাকে ঐশ্বরিক হিসেবে বিবেচনা করা হয়। সংবিধানে সম্রাটকে রাষ্ট্রের এবং জনগণের ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে।
বর্তমান সম্রাট আকিহিতো, পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর ১৯৮৯ সালে সিংহাসনে আরোহণ করেন। ৮২ বছর বয়সি সম্রাটের ইতিমধ্যেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে।
সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করার পর ৫৬ বছর বয়সি যুবরাজ প্রিন্স নারুহিতো তার স্থলাভিষিক্ত হবেন।
এবার নিয়ে দ্বিতীয়বারের মত জনগণের উদ্দেশ্যে ভিডিও বার্তা প্রদান করলেন আকিহিতো। এর আগে ২০১১ সালের মার্চে উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী ভূমিকম্প এবং ভয়াবহ সুনামি আঘাত হানার পর প্রথম জনগণের উদ্দেশ্যে ভিডিওতে ভাষণ দেন তিনি। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে