
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। বৃহস্পতিবার বেলা ১১টায় অ্যালিসন ব্লেইক নির্বাচন কমিশন কার্যালয়ে দেখা করেন। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর সোয়া ১২টায় ইসি থেকে বের হয়ে যান তিনি। তবে এ সময় মিডিয়ার সাথে কথা বলেননি ব্রিটিশ হাইকমিশনার।
সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার যখন বের হয়ে যান। তখন বৈঠকের বিষয়ে গণমাধ্যমকর্মীরা হাইকমিশনারের সঙ্গে কথা বলতে চাইলে, তিনি ‘নো কমেন্টস’ বলে নির্বাচন ভবন ত্যাগ করেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হলেও আসলে কী বিষয়ে তিনি সিইসির সঙ্গে বৈঠক করলেন তার সঠিক কোনো তথ্য জানা যায়নি।
এবার নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এজন্য নির্বাচনী পর্যবেক্ষক মিশনও পাঠাবে না সংস্থাটি। গত মঙ্গলবার (২৭ নভেম্বর) ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান