
ঢাকা: বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সিটিসেল বন্ধ করলে এ অপারেটর ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি অপারেটরটি বন্ধ করার আগে এ বিষয়ে গণশুনানির দাবিও জানান। রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
মহিউদ্দিন আহমেদ জানান, সিটিসেল গ্রাহকেরা অন্য অপারেটরে গেলে প্রায় ৭ লাখ ১০ হাজার গ্রাহক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। নিবন্ধিত গ্রাহকদের হিসাব অনুযায়ী হ্যান্ডসেট ও রিম সর্বশেষ বাজার দর হিসাব করলে ১৪২ কোটি টাকা। এ ছাড়া মডেম ব্যবহারকারীদের ক্ষতি ৩০ কোটিসহ মোট ক্ষতি দাঁড়াবে ১৮০ কোটি ৯২ লাখ টাকা। এসময় সংবাদ সম্মেলনে তিনি সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্ময়, আইটি বিশেষজ্ঞ প্রকৌশলী সৈয়দ হাসান ঈমাম ফিরোজ, আইটি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. সাইফুল্লাহ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন-অর-রশিদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইশরাত হাসান।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস