
ঢাকা : মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীনফোন, রবি ও বাংলালিংকের পর এবার টেলিকম এমপ্লয়ীজ ট্রেড ইউনিয়ন গঠন করেছে সিটিসেলে কর্মরত শ্রমিকরা। রোববার ইউনিয়নের সভাপতি আশরাফুল করিম এবং সাধারণ সম্পাদক খন্দকার মো. মোকসেদুল আলম স্বাক্ষরিত একটি আবেদনপত্র রাজধানীর দৈনিক বাংলার মোড়ে অবস্থিত শ্রম ভবনে জমা দেয়া হয়।
৯ জুন সংগঠিত হওয়া প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এমপ্লয়ীজ ইউনিয়ন (পিবিটিএলইইউ) নামের এই শ্রমিক সংগঠনটির আবেদনপত্রে নতুন এই ট্রেড ইউনিয়নের ঠিকানা বাড়ি নং ৪৪৬ (নীচ তলা), পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯ উল্লেখ করা হয়েছে। সিটিসেলের ইউনিয়নে মোট সদস্য সংখ্যা ১৭২ জন এর মধ্যে নারী সদস্য রয়েছে ২৮ জন।
আবেদনপত্রে লেখা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৭৮ ধারার (২)(ক)(৩) মোতাবেক ট্রেড ইউনিয়নটির কর্মকর্তাদের নাম, পিতা ও মাতার নাম, বয়স, ঠিকানা, পেশা এবং ইউনিয়নে তাদের পদ সম্বলিত তালিকা, ফরম-৫৬(চ), তফসিল-১। বাংলাদেশ শ্রমিক আইন ২০০৬ এর ১৭৮ ধারার (২)(ক)(৪) মোতাবেক চাঁদাদানকারী সদস্যদের বিবরণী ফরম-৫৭(ক), তফশিল-২। বাংলাদেশ শ্রমিক আইন ২০০৬ এর ১৭৮ ধারার (২)(খ) মোতাবেক ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্র অনুমোদন সংক্রান্ত সভার কার্যবিবরণী ও গঠনতন্ত্রের তিন কপি, তফশিল-৩। বাংলাদেশ শ্রমিক আইন ২০০৬ এর ১৭৮ ধারার (২)(গ) মোতাবেক রেজিস্ট্রেশন বাএদনের ক্ষমতা অর্পণ সম্পর্কিত সভার বিবরণী, তফশিল-৪।
উল্লেখ্য, দেশের ৬টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে ৪র্থত ট্রেড ইউনিয়ন গঠন করলো সিটিসেল শ্রমিকরা। এর আগে সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি বাংলালিংক এমপ্লয়ীজ ইউনিয়ন নামে বাংলালিংকে কর্মরত শ্রমিকরা নিবন্ধনের জন্য আবেদন করে। তবে এখন পর্যন্ত সরকার কোনো টেলিকম এমপ্লয়ীজ ইউনিয়নকে অনুমোদন দেয়নি।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই