
বিনোদন ডেস্ক: রিও অলিম্পিকে ভারতের হয়ে রুপা জিতেছেন পিভি সিন্ধু। আর এ নিয়ে উচ্ছসিত ভারতীয়রা। এতে নিজের অভিব্যক্তি প্রকাশে বাদ নেই বলিউড তারকারাও। এদের মধ্যে রয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত ও বিগ বি অমিতাভ বচ্চনের মতো তারকা।
খুব কমই টুইট করে থাকেন রজনীকান্ত। সিন্ধুকে উদ্দেশ্য করে রজনীকান্ত বলেছেন, ‘তোমাকে সম্মান জানাই। আমি তোমার বড় ভক্ত হয়ে গেছি। অভিনন্দন।’ রজনীকান্তের এই টুইট আট হাজারেরও বেশি রিটুইট হয়েছে।
অমিতাভ বচ্চন লিখেছেন, ‘তুমি হৃদয় দিয়ে খেলেছো। সমগ্র ভারত তোমার জন্য গর্বিত। আমাদের গৌরবের মুহূর্ত এনে দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’
সালমান খান সিন্ধুর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মায়ের সাথে ফাইনাল দেখেছি। আমি মাকে বলেছি, সিন্ধুর সঙ্গে আমার একটি ছবি আছে। আমি গর্বিত।’
অক্ষয় কুমার লিখেছেন, ‘ভারত প্রথমবারের মতো অলিম্পিকে ব্যাডমিন্টনে রুপা জিতেছে। ধন্যবাদ সিন্ধু। তোমার প্রতি অনেক শ্রদ্ধা।’
আলিয়া ভাট লিখেছেন, ‘তুমি এগিয়ে যাও মেয়ে। আমাদের সবাইকে গর্বিত করেছ। অভিনন্দন।’
এছাড়াও সোনাক্ষি সিনহা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, টুইঙ্কেল খান্না, ধানুশ, এ আর রহমান, ফারহান আখতার, রিচা চাড্ডা, সোহা আলি খান, দিয়া মির্জা, রিতেশ দেশুমুখ সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। সূত্র: এনডিটিভি।
প্রতিবেদন: ইয়াসিন, সম্পাদনা, সাইফুল ইসলাম