
ঢাকা: সিপাহী বিপ্লবের নামে বঙ্গবন্ধুর খুনিদের দোসররা কর্মসূচি নিয়ে মাঠে নামলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার বিকালে রাজধানীর মোহাম্মাদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার যাতে না হয় সেজন্য জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছে খুনিরা। আর সে খুনিদের দোসররা সিপাহী বিপ্লবের কর্মসূচি পালন করে সেই বিচারকে আড়াল করার জন্য।
তিনি বলেন, ‘তাই সিপাহী বিপ্লবের নামে বঙ্গবন্ধুর খুনিদের দোসরদের কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না, কঠোর ভাবে প্রতিহত করা হবে।’
‘আওয়ামী লীগের মধ্যে সন্ত্রাসীর রক্ত রয়েছে ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি জামাতের রক্ত খুনিদের রক্ত, সন্ত্রাসীর রক্ত। ক্ষমতায় থাকতে তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের ছাব্বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহানগর সাধারণ সম্পাদক সাদেক খান, আসলামুল হক ও ইলিয়াস মোল্লা।
প্রতিবেদক: ইয়াছিন রানা, সম্পাদনা: জাহিদ