
ঢাকা: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীতে আধা বেলা হরতাল আহ্বান করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ)।
শুক্রবার সিপিবির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেন।
তিনি জানান, প্রথম ধাপে মার্চ থেকে এক চুলা ৭৫০ এবং দুই চুলা ৮০০ টাকা করা হয়েছে। দ্বিতীয় ধাপে জুন থেকে এক চুলা ৯০০ এবং দুই চুলা ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান আরো জানান, মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজির দাম ৩৮ টাকা এবং জুন থেকে ৪০ টাকা করা হয়েছে। বাণিজ্যিক ইউনিট মার্চ থেকে ১৪ দশমিক ২০ টাকা এবং জুন থেকে ১৭ দশমিক ০৪ টাকা এবং শিল্পে মার্চ থেকে প্রতি ঘনমিটার ৭ দশিমিক ২৪ টাকা এবং জুন থেকে ৭ দশমিক ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গড়ে সব ধরনের গ্যাসের দাম বাড়ছে ২২ দশমিক ৭ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে সিপিবি-বাসদ।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
এদিকে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ