সিরাজগঞ্জে অনুর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা

সিরাজগঞ্জ: ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমে বয়স ভিত্তিক অনুর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সহ-সভাপতি সঞ্চয় সাহা, সম্পাদক মোঃ এমদাদুল হক গাজী আলতাফ হোসেন। উদ্বোধন শেষে খেলায় অংশগ্রহণ করেন পাবনা বনাম বগুড়া দল।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ) সম্পাদনা: ইয়াসিন