
সিরাজগঞ্জ: জেলার এনায়েতপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা । তার পরিচয় পাওয়া যায়নি।
শনিবার ভোররাতে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জোয়াদ্দার আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।
ঘটনার পর থেকে হোটেল মালিক ও কর্মচারী পলাতক রয়েছে ।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে আব্দুল রহিম নামে এক ব্যক্তি স্ত্রীর পরিচয় দিয়ে ওই নারীকে সঙ্গে নিয়ে জোয়াদ্দার হোটেলে উঠেছিলেন।
হোটেল রেজিস্ট্রারে নারীর পরিচয় লেখা হয়নি। রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
হত্যার কারণ জানতে তদন্ত চলছে । এব্যাপারে মামলা দায়ের করা হবে ।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: মাহতাব শফি