
সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলায় সালমা খাতুন (২২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার শ্যামলী পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সালমা খাতুন শ্যামলী পাড়ার মামুন হোসেনের স্ত্রী এবং সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের ফরিদ হোসেনের মেয়ে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গত কয়েক বছর আগে মামুন প্রেমের সম্পর্ক করে সালমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
গত কয়েক মাস আগে তার ভরন-পোষন নিয়ে বিরোধে মামলাও হয়। এ নিয়ে সুরাহার পর সালমাকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লার আবুল কাশেমের বাড়ি ভাড়া করে দেড় মাস ধরে তারা বসবাস করে আসছিল।
তবে প্রায়ই কলহ লেগে থাকতো। এরই এক পর্যায়ে শনিবার রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী মামুন পালিয়ে যায়। তিনি আরো জানান, রোববার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন