
সিরাজগঞ্জ: ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল্লাহ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
সোমবার দুপুরে আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন ছাত্রদল নেতা আব্দুল কুদ্দুস।
শুনানি শেষে আদালতের বিচারক জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ২০১০ সালের ১১ অক্টোবর সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং সংলগ্ন খোলা মাঠে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত সমাবেশ চলাকালে দুস্কৃতিকারীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে মোট সাতটি মামলা দায়ের করা হয়।
এসময় মামলায় জেলার বিভিন্ন উপজেলার বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ২ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। এই মামলায় আজ আদালতে আত্মসমর্পন করেন ছাত্রদল নেতা আব্দুস কুদ্দুস।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস ছাত্রদল নেতা আব্দুল কুদ্দুসের মুক্তি দাবি করেছেন।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ