
সিরাজগঞ্জ: নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জে পালিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান চত্বর থেকে বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ। ব্যানার, ফেস্টুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি হাতে নিয়ে ব্যান্ডের তালে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেন তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী।
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না এ শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. কে এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, মুক্তিযুদ্ধ সংসদ সিরাজগঞ্জ জেলার ইউনিট কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল পার্কে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটবেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: প্রণব