সিরাজগঞ্জে জেএমবির ৪ নারী সদস্য কারাগারে

সিরাজগঞ্জ: আদালতে হাজিরা শেষে জেএমবির ৪ নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাদের সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। হাজিরা শেষে বেলা ১২টায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মোরশেদ আলম।
এরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের নাদিরা তাবাসসুম, বগুড়া জেলার হাবিবা আক্তার ও রুনা খাতুন, গাইবান্ধা জেলার রুমানা বেগম।
গত ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জেহাদী বই, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। বুধবার মামলায় আজ তাদের আদালতে হাজির করা হয়।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: মাহতাব শফি