সিরাজগঞ্জে ট্রাকচাপায় এএসআই নিহত

সিরাজগঞ্জ: কাজীপাড়া উপজেলায় ট্রাকচাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম (৩০) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন। বুধবার সকালে উপজেলাধীন সলংগা থানার সাতটিকরি এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী নিউজনেক্সটবিডি ডটকম’কে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
তিনি জানান, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নুরুল কর্মস্থলে যাচ্ছিলেন। উপজেলাধীন ওই সড়কের সলংগা থানার সাতটিকরি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ