সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুল ছাত্র নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় ফয়সাল (৬) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শনিবার বেলা পৌনে একটার দিকে কালিয়া পূর্বপাড়া গ্রামের কাঁচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফয়সাল সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কালিয়া আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্হানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম জানান, যমুনা নদীর চর থেকে বালি বহনকারী একটি ট্রাক ঘটনা্স্হলে পৌঁছলে রা্স্তায় দাঁড়ানো স্কুল ছাত্র ফয়সালকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা্স্হলেই সে মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রা্প্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি, সম্পাদনা: রেইন