সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৪০) নামে এক পথচারি নিহত হয়েছেন। নিহত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নন্দিয়া কামালিয়া গ্রামের সোবহান ভূইয়ার ছেলে।
রবিবার দুপুর ১টায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, পূর্ব দেলুয়া ব্রীজ এলাকায় পথচারি ইসমাইল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এসময় পাবনা থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: প্রণব