সিরাজগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাক চাপায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম জানান, রবিবার দুপুর ১টার দিকে যমুনা নদী থেকে ট্রাকে বালু নিয়ে সয়দাবাদে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। ট্রাকটি সয়দাবাদ চৌরাস্তা মোড়ে পৌঁছলে তিনি ট্রাক থেকে নিচে পড়ে যান ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।
খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ বাড়ি নিয়ে যায়।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: প্রণব