সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ: তাড়াশে দেশীয় চোলাইমদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার তালম ইউনিয়নের খোদবাড়ি গ্রামের মৃত রমনী কর্মকারের ছেলে শ্যামল কর্মকার (৩৫), পুলিন চন্দ দাসের ছেলে সুরেষ চন্দ দাস (৫০) ও একই ইউনিয়নের ধাওয়াপুর গ্রামের মঙ্গল চন্দ্র এক্কার ছেলে ভবতোষ চন্দ্র এক্কা (৫৫)।
তাড়াশ থানা উপ-পরিদর্শক (এসআই) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে তাড়াশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে ৭ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এঘটনায় তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে তাদের সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি