সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে শিশু নিহত

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে আক্রাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাজিবুল করিম জানান, নওগা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিশু মারা যায়। এ ঘটনায় অন্তত ১০ বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: সজিব ঘোষ