
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গার ফুলজোড় নদী থেকে ভাসমান অবস্থায় ঝন্টু গৌড় (৪০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সলঙ্গা থানার ভুইয়াগাতী গ্রামের গৌড় মিস্ত্রীর ছেলে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলজোড় নদীর শ্বশানঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এস.আই) শামসুল ইসলাম নিশ্চিত করেছেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, শনিবার দুপুরে নদীতে গোসল করতে যায় ঝন্টু। এর একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যায়।
অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করা যায়নি। রোববার বেলা সাড়ে ১২টায় ফুলজোড় নদীর শ্বশাসঘাট এলাকায় ঝন্টুর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি