
সিরাজগঞ্জ: তাড়াশে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ধর্ষক আজাদ হোসেনের নামে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার সকালের দিকে তাড়াশ থানায় প্রতিবন্ধী কিশোরীর মা রেনুকা খাতুন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তিনি নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘তার প্রতিবন্ধী মেয়ে হাসিনাকে (১৮) বাড়িতে রেখে সকালে পাশ্ববর্তী নওগা ইউনিয়নের ভায়াট গ্রামে এক আত্বীয়র বাড়িতে বেড়াতে যায়।’
তিনি বলেন, ‘তার আরেক মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী আদুরী খাতুন দুপুরের দিকে স্কুল থেকে ফিরে তাদের থাকার ঘরে দরজা বন্ধ দেখে তার বড় বোনকে ডাকতে শুরু করে। তার ডাকার শব্দে ঘরের মধ্যে থাকা প্রতিবেশী সোনাউল্লাহ তালুকদারের ছেলে আজাদ (৩০) ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে ঘরের মধ্যে প্রতিবন্ধী হাসিনাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।’
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. মনজুর রহমান বলেন, ‘প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাছাড়া কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।’
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: ইয়াসিন