সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ৭৫ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ ভ্যানসহ চালক-হেলপারকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলার করই কাতিপুর গ্রামের আব্দুল বারির ছেলে লিটন মন্ডল (২৬), একই উপজেলার খঞ্জনপুর গ্রামের বাহার উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল সালান মন্ডল (২৭)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান, শুক্রবার সকালে সেতুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল ও পিকআপসহ চালক এবং হেলপারকে আটক করা হয়।
প্রতিনিধি: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: প্রণব