Thursday, June 30th, 2022
সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত
August 25th, 2016 at 8:29 am
সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত

সিরাজগঞ্জ: কামারখন্দের জামতৈলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামিসহ দুই জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভাঙ্গারা গ্রামের দশের আলীর ছেলে সানোয়ার হোসেন সানু(৩২) ও পাবনার চাটমোহর উপজেলার আংকুটিয়া গ্রামের মাজেম মণ্ডলের ছেলে লুৎফর রহমান(৫৫)।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-১২-এর হাটিকুমড়ুল ক্যাম্প কমান্ডার মেজর হাসিবুল ইসলাম।

তিনি বলেন, ভোরে উপজেলার জামতৈল কলেজপাড়া রেলস্টেশনের অদূরে হোসেন মেম্বারের বাড়ি সংলগ্ন ব্রিজের কাছে বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার খবর জানতে পায়। এ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। র‌্যাব সেখানে পৌঁছানো মাত্র অপরাধীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুই জন নিহত হন এবং বাকিরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপ গান, দু’টি ধারালো ছোড়া ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ সদস্য।

র‌্যাব কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, ‘র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও ভাড়টে খুনি ছানোয়ার ও লুৎফর ঘটনাস্থলেই মারা যান।’

পরে র‌্যাব-১২-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়া এলাকায় সন্ত্রাসীরা সংঘবদ্ধ হচ্ছিল। র‌্যাব সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর একটি সেতুর কাছে দুই শীর্ষ সন্ত্রাসীকে গুলিবিদ্ধ হয়ে অবস্থায় পাওয়া যায় ‘

তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা শাহাবুদ্দিন।

তিনি বলেন, নিহত দুজনই চলতি বছর ১৬জুন কামারখন্দ ইউনিয়ন পরিষদ সদস্য মাহবুবুল আলম মিল্টন হত্যায় জড়িত। এছাড়া সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ঘটনায় আটটি মামলা রয়েছে। আর লুৎফর রহমান ভাড়াটে খুনি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

তিনি আরো জানান, গোলাগুলির ঘটনায় র‌্যাবের এএসআই আল মাহমুদ ও কনস্টেবল সাজ্জাদ হোসেন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি, শিপন আলী


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার


সাংবাদিকতা বিরোধী আইন হবে না: মন্ত্রী

সাংবাদিকতা বিরোধী আইন হবে না: মন্ত্রী


সেনাবাহিনীতে নিরপেক্ষ মূল্যায়ন চান প্রধানমন্ত্রী

সেনাবাহিনীতে নিরপেক্ষ মূল্যায়ন চান প্রধানমন্ত্রী