
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক শিশু ও দুই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশের যমুনায় ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, যমুনা নদীতে দু’টি বস্তা ভেসে আসতে দেখে সন্দেহ হওয়ায় থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বস্তা দুটি উদ্ধার করে বস্তা খুলে দুই নারী ও এক শিশুর মরদেহ দেখতে পায়। একটি বস্তায় শিশুটি ও এক নারী এবং অপর বস্তায় আরেক নারীর মরদেহ ছিল।
এদের মধ্যে দুই নারীর বয়স ৩৫ ও ৩৬ এবং শিশুটির বয়স ৪ বছর। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ