সিরাজগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকায় বাস চাপায় আলহাজ (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
সে জেলার কামারখন্দ উপজেলার চর দোগাছি গ্রামের জানবক্সের ছেলে।
বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার নলকায় এঘটনা ঘটে।
সিরাজগঞ্জ কড্ডা পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুর রশিদ জানান, ঢাকা থেকে নাবিল এন্টার প্রাইসের যাত্রীবাহী একটি বাস বগুড়া যাচ্ছিলো। বাসটি নলকা গ্যাস অফিসের সামনে পৌছে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আলহাজ নিহত হয়।
প্রতিবেদক: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী