
সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে বিদ্যুৎ চুরির দায়ে এক মুরগি ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম লাকী (৪৫) উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বাড়ইভাগ জানকিগাঁতী গ্রামের মৃত মহসিন আলী খন্দকারের ছেলে।
বুধবার রাত ৯টায় রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহেল মারুফ এ রায় দেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, ভুইয়াগাঁতী (রায়গঞ্জ) জোনাল অফিসের ডিজিএম মোঃ শামীম খান, এজিএম কম মাহবুবুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার শাহেদ শাহজাদা ও লাইন টেনিশিয়ান শহীদুল ইসলাম।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম লাকী সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লাইন থেকে হুক লাগিয়ে তার মুরগি খামার, বাড়ি ও ইনকিবিউটরে অবৈধভাবে দীর্ঘদিন যাবত বিদ্যুৎ ব্যবহার করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বাড়ইভাগ জানকিগাঁতী অভিযান চালিয়ে তাকে বিদ্যুৎ চুরির অপরাধে হাতেনাতে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের করাদণ্ড দেয়া হয়।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ