
সিরাজগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার মিলিত বিপ্লবে নস্যাত হয়ে যায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সকল ষড়যস্ত্র। দেশের ইতিহাসে এই দিনে এক গণজাগরনের মহান দিন। এই দিনে আধিপত্যবাদী, সম্প্রসারণবাদ ও সামাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় রঙ্গে রাঙ্গানো স্বাধীন বাংলাদেশ।
রোমানা মাহমুদ বলেন, সাত নভেম্বরের আগে দেশে যে বিশৃঙ্খলা-অরাজকতা ছিল। জিয়াউর রহমান সেই বিশৃঙ্খলা-অরাজকতা দুর করে দেশের মানুষের শান্তি ফিরে আনেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোকাদ্দেছ আলী, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান লেবু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু ওজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ।
এর আগে সকালে শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এ সময় জাসাসের কর্মীরা জাতীয় ও দলীয় সঙ্গিত পরিবেশন করে।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয় আলোকসজ্জা করা হয়।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ