
সিরাজগঞ্জ: সদর উপজেলার ইছামতি গ্রামের দুলাল খান (৪৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সে ইছামতি গ্রামের আলহাজ্ব আজহার আলী খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে দুলাল খানের সাথে একই গ্রামের ফরহাদ আলীর ছেলে আল-আমিন, হাবি ও আবু সাঈদ খানের ছেলে সালাউদ্দিন ইকবালের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়েছে। আহত দুলাল খান তাদের আসামি করে একাধিক মামলা দায়ের করেছিলেন।
এরই জের ধরে রোববার দুপুরে স্থানীয় মালেক মতিয়ার রহমান টেকনিক্যাল স্কুলের সামনে দুলাল খানের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় দুলাল খানের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে আল-আমিন, আলাউদ্দিন বাচ্চু, ইকবাল ও হাবিবুর রহমান হাবিকে আসামি করে রোববার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: ইয়াসিন