সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ: বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় লিয়াকত আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের সবদের আলীর ছেলে। বুধবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচির উপজেলার সুবর্ণসাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বৃদ্ধ লিয়াকত আলী সুবর্ণসড়ায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: ইয়াসিন