সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোবাড়িতে সড়ক দূর্ঘটনায় জেএসসি পরীক্ষাথী ফজলে রাব্বি নিহত হওয়ার ঘটনায় স্থানীয় শিক্ষক ও শিক্ষাথীরা মানব বন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে।
শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনা বাড়ি কলেজ মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে প্রায় ১৫শ ছাত্র-ছাত্রী এই মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
এসময় ক্ষুব্ধ ছাত্রছাত্র বঙ্গবন্ধু যমুনাসেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টা সময় ধরে চলা এই অবরোধে সড়কের দুইপাশে শত শত যানবাহন অটকে পড়ে।
বঙ্গবন্ধু যমুনাসেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, আন্দোলনরত শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে আলোচনা চলছে। তাদের কথা শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: শিপন আলী