
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের আড়িয়া মোহন গ্রামে সন্ত্রাসী হামলায় সোহাগ হোসেন নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে সে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সোহাগ আসড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং সিরাজগঞ্জ মওলানা ভাসানী ডিগ্রী কলেজের এইচ এসসি পরীক্ষার্থী।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে আড়িয়া মোহন ঈদগাঁ মাঠ এলাকায় পৌঁছলে সন্ত্রাসী লিটনের নেতৃত্বে জুলহাস, নাজমুল, রেজাউল ও সেরাজুল তার উপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় সোহাগ।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আড়িয়া মোহন গ্রামের জুলহাস আলীর ছেলে লিটনের সাথে সোহাগের বিরোধ ছিলো। এ বিরোধের জেরে সোহাগের উপর হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোহাগের বাবা নজরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: রাকিব