
সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় এই মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৭৫০১) চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো। বাসটি মান্নান নগর এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।
এসময় বাসটি রাস্তার পাশে গছের মধ্যে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাস চালক নিহত ও ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাস চালকের নাম জানা যায়নি।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: প্রণব