
সিরাজগঞ্জ: জেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে আট জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল পাঁচটায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমের ডিউটিরত অফিসার শামীম আহমেদ।
তিনি জানান, ঢাকা থেকে এসআই পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জে আসছিলো। বাসটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ রেলষ্টেশন এলাকায় পৌছলে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলস এর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে এক জন ও হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডিউটিরত অফিসার রাশেদুল হাসান রাশেদ জানান, হাসপাতালে আনার পর এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আট জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: সজিব ঘোষ