
সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় যাত্রীবাহী কোচের চাপায় জয়নাল আবেদীন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। সে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার কুমারগাতী গ্রামের মকসেদ আলীর ছেলে। বুধবার দুপুর ৩টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে পাবনা থেকে যাত্রীবাহী একটি কোচ ঢাকা যাচ্ছিলো। কোচটি বোয়ালিয়া বাজার এলাকায় পৌছলে একটি সিএনটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে কাঁচামাল ব্যবসায়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের তাড়াশে তালগাছের নিচে চাপা পড়ে ইয়ামিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মাধাইনগড় ইউনিয়নের বেতরাসীন গ্রামে শফিকৃুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মাধাইনগড় ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার জিয়া উদ্দিন জানায়, দুপুরে সেরাজপুর গ্রামের আজিম উদ্দিনে বাড়িতে বাবার সাথে তালগাছ কাটা দেখতে যায় ইয়ামিন। তালগাছটি কাটার পর হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের উপর পড়ে যায়। অন্যরা সরে গেলেও তাল গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইয়ামিনের মৃত্যু হয়।
প্রতিবেদক: শরীফ আহমদ ইন্না, সম্পাদনা: ইয়াসিন