
সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে ইউসুফ আলী (৫৫) হত্যা মামলায় ১৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে আসামিরা সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিলে সন্ধ্যা সাড়ে ৫টায় তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন: লাল মিয়া, আফাল মোল্লা, হাফিজুল ইসলাম, নুর ইসলাম, আবু তাহের, সেলিম, রমজান আলী, আফসার আলী, আনিসুর রহমান, ফজলার রহমান, আব্দুল আলিম, হানিফ, নুরুল্লাহ, হাসেম আলী, মোতালেব হোসেন, জমিদার, দুলাল হোসেন, শাহিন ও সুরমান আলী।
মামলার নথি সুত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ নভেম্বর আধিপত্য বিস্তার নিয়ে শাহজাদপুর উপজেলার মোয়াখোলা গ্রামে শহিদুল মোল্লা ও আফসার মোল্লার মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় দেশীয় ফালার আঘাতে ইউসুফ আলী ঘটনাস্থলে নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। সে শাহজাদপুর উপজেলার মোয়াখোলা গ্রামের নসিব উদ্দিনের ছেলে।
এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৭০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।
এই মামলার এজাহারভুক্ত ১৯ আসামি আজ আদালতে আত্মসমর্পন করেন।
শরীফ আহমদ ইন্না(সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ