
দামেস্ক: জঙ্গিগোষ্ঠী আইএসের রাজধানী হিসেবে পরিচিত সিরিয়ার রাক্কা নগরী পুনরুদ্ধারে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স(এসডিএফ)।
সিরিয়ায় যুদ্ধরত কুর্দি এবং আরব যোদ্ধাদের দল এসডিএফ রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে। দলটির মুখপাত্র জিহান শেখ আহমেদ জানান, রাক্কা এবং তার আশেপাশের এলাকা মুক্ত করার লড়াই শুরু হয়েছে।
মার্কিন বিমান হামলার সহায়তায় এই অভিযান পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা অভিযান শুরুর ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, এসডিএফ প্রথমে রাক্কাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এরপর এটি পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এসডিএফ এর পক্ষ থেকে বলা হয়, এই উপলক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতি আইএস নির্মূলে সমন্বিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।
মুক্ত রাক্কা নগরীতে আন্তর্জাতিক দাতব্য এবং ত্রাণ সংস্থাগুলোকে শহরের মানুষদের সেবায় অংশ নেয়ারও আহ্বান জানানো হয়। এসডিএফ যোদ্ধারা রাক্কা ছেড়ে মুক্ত এলাকায় চলে যাওয়ার জন্য সেখানকার অধিবাসীদের অনুরোধ করেন।
বর্তমানে ইরাকের মসুল শহর থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করার জন্য লড়াই করছে ইরাকি বাহিনী।এক্ষেত্রে ইরাকিদের সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সিরিয়ায়ও প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হচ্ছে জঙ্গি এই গোষ্ঠীকে।
মূলত ২০১৪ সালে খিলাফতের রাজধানী হিসেবে সিরিয়ার রাক্কা নগরীর নাম ঘোষণা করে আইএস।সূত্র: বিবিসি, আল জাজিরা
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ