
দামেস্ক: উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী দখলকৃত ইদলিব প্রদেশের একটি হাসপাতাল লক্ষ্য করে বোমা হামলায় ৩ শিশু, ৪ নারীসহ অন্তত ১০ জন নিহত হন।
ইদলিব শহর থেকে ১৫ কিলোমিটার দূরে মেলেস এলাকায় গত শনিবার এই হামলার ঘটনা ঘটে। বিমান হামলায় আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আল জাজিরার সংবাদদাতা আধহাম আবু হোসাম জানান, হাসপাতালের সর্বত্র কেবল ধ্বংসের তান্ডব। ৪টি বিমান হাসপাতালটি লক্ষ্য করে উপর্যুপরি হামলা চালায়।
এদিকে মানবাধিকারকর্মীরা চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য বিমান হামলা স্থগিত করার আহবান জানান।
সিরিয়ার বিরোধী দলের অভিযোগ, রুশ এবং সিরিয় সরকারী বাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক নজরদারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও ইদলিব প্রদেশে শনিবারের বিমান হামলার খবর প্রকাশ করে। তবে এটি রুশ না কি সিরিয়ার বিমান ছিল তা স্পষ্ট করে বলতে পারেনি।
ধ্বংস হয়ে যাওয়া হাসপাতালটি মেলেস এলাকার ৭০ হাজার মানুষকে চিকিৎসা সেবা দিতো। একইদিন ইদলিব প্রদেশের শারমিন এলাকায় আরো একটি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। গত কয়েকদিনে এই প্রদেশের অন্যান্য হাসপাতালেও বিমান হামলা করা হয়।
সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি জানায়, সিরিয়ার গৃহযুদ্ধের ৫ বছরের মধ্যে গত জুলাই মাসে হাসপাতাল লক্ষ্য করে বেশি হামলার ঘটনা ঘটেছে। গত এক মাসে হাসপাতালে মোট ৪৩ টি হামলার ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই