
ডেস্ক: টিভি সিরিয়াল দেখতে বিরক্ত করায় অর্পণ (৫) নামের এক শিশুকে হত্যা করেছেন এক কিশোরী। ঘটনাটি ঘটেছে কলকাতার শান্তিপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায়।
পুলিশ জানায়, কিশোরীর টিভি সিরিয়াল দেখার সময় অর্পণ কার্টুন দেখতে চায়। তাই শিশুটি বারবার চ্যানেল ঘুরিয়ে দেয়ার চেষ্টা করে। এতে ওই কিশোরী বিরক্ত হয়ে অর্পণের গলা টিপে তাকে হত্যা করে।
শিশুটির বাবা জগন্নাথ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আমি ঘুমিয়ে পড়ি। সেসময় স্ত্রীও বাসায় ছিলেন না্। ঘুম থেকে উঠে দেখি অর্পণ ঘরে নেই। রাত সাড়ে ৮টায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। ওই কিশোরীকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, অর্পণকে দেখেনি। কিন্তু ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। জোর করে ঘরে ঢুকে খাটের নিচ থেকে অর্পণকে উদ্ধার করা হয়। এসময় ছেলেকে হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ওই কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে কিশোরী। সূত্র: এবিপি
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি