
আঙ্কারা: সিরিয়ার অভ্যন্তরে ইসলামিক স্টেট বা আইএস ও কুর্দিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে তুরস্ক। আইএস’র বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করার আগে হামলা করলো তুরস্ক।
তুরস্কের সীমান্তের ভেতর থেকে সিরিয়ার সীমান্তবর্তী জারাবলুস ও মানবিজ শহরে হামলাগুলো করা হয়। এছাড়া তুরস্কের গাজিয়ানটেপ শহরে তুরস্কের সমর্থিত ১৫শ সিরীয় বিদ্রোহী আইএস’র বিরুদ্ধে হামলার অপেক্ষায় রয়েছে।
গাজিয়ানটেপে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৫০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর আইএস ও কুর্দিদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নেয় আঙ্কারা। ওই হামলা আইএস’র আত্মঘাতী হামলা ছিল বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, বিয়ে অনুষ্ঠানের হামলাকারী আত্মঘাতী শিশু- বিষয়টি এখনো প্রমাণীত নয়।
সিরিয়ার গৃহযুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্ক। সেখানে ছড়িয়ে পড়েছে আইএস। তারা অনেক হামলা করছে তুরস্কের অভ্যন্তরে। এতে চিন্তিত দেশটি আইএস’র বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু জানিয়েছেন, আইএসকে সম্পূর্ণরুপে নিশ্চিহ্ন করতে হবে। এর আগে অবশ্য আইএসকে বিভিন্নভাবে সহায়তা করার অভিযোগ আঙ্কারার বিরুদ্ধে।
আইএস থেকে কম দামে অশোধিত তেল কেনার জন্য জঙ্গি গ্রুপটিকে সহায়তা করতো বলে অভিযোগ। সূত্র: বিবিসি।
প্রতিবেতন ও সম্পাদনা: সাইফুল ইসলাম